Posts

Showing posts from February, 2018

রিকশা চালালেন শাহরুখ

Image
রিকশা চালাচ্ছেন  শাহরুখ খান । রিকশার দুই যাত্রী ক্যাটরিনা কইফ এবং অনুষ্কা শর্মা। দুই নায়িকার সঙ্গে বাদশার এই ছবি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বয়স ৫১। মুখে টোল পড়া হাসি। চোখে আবেগ। এনার্জির প্যান্ডোরা বক্স নিয়ে যখন সামনে আসেন, হার্টবিট বেড়ে যায় অনেকেরই। আপনি তাঁকে ভালবাসতে পারেন, অপছন্দও করতে পারেন। কিন্তু উপেক্ষা করতে পারবেন না। তিনি এমনই। শাহরুখ খান! যাঁর ছবির ইদানীংকালের ‘ফান্ডা’, অভিনয় ও বাণিজ্য পাশাপাশি হাত ধরে হাঁটে। তাঁর ‘শোম্যানশিপ’ এবং মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি রীতিমতো নজর কেড়েছে দর্শকদের। বলিউডের বাদশা বলা হয় তাঁকে। বাদশার আগামী ছবি ‘জিরো’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। টিজারেই বাজিমাত করেছেন কিঙ্গ খান। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে বলিউডের এই মুহূর্তের দুই শীর্ষস্থানীয় নায়িকা ক্যাটরিনা কইফ ও অনুষ্কা শর্মাকে। এই ছবিতে বামনের রূপে ‘চ্যালেঞ্জিং’ এক চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ‘জিরো’র শুটিং সেট থেকেই রিকশা চালানোর ছবিটি শেয়ার করেছেন শাহরুখ। নিজের আগামী এই ছবির প্রচার-পর্ব যেন এ বার শুরু করলেন শুটিং সেট থেকেই। একেবারে রিকশা চালকের আসনে বসে শাহ...

গ্রুপ এর নিয়মাবলী

Image
ছেলে vs মেয়ে প্রতিষ্ঠাতা : পিন্টু বর্মন স্থান : রিষড়া,পশ্চিমবাংলা তারিখ : রবিবার সন্ধ্যা ৭:৪৮ ১৮ অক্টোবর ২০১৫ সন শর্তাবলী সমূহ একবার যদি কাউকে #ব্যান করা হয় তাহলে তাকে আর আনব্যান করা হবেনা । যদি আপনি নিজের ভুল স্বীকার করে গ্রুপ এ আবার পুনরায় জয়েন হতে চান তাহলে আপনাকে 100 /- টাকা আর্থিক জরিমানা দিতে হবে । জরিমানার টাকা টা cvm ফান্ড এ জমা থাকবে এবং বছর শেষে টাকা গুলো পথশিশুদদের কল্যাণের কাজে ব্যয় করা হবে । যে কারনে আপনাকে গ্রুপ থেকে ব্লক করা হয়- গ্রুপ এর নিয়মাবলী ১) পোষ্ট ভালো হোক বা মন্দ হোক এডমিন এর বিচার বিবেচনায় যেটা আসবে এডমিন সেটাই করবে । ২) গ্রুপ এ সদস্য সংখ্যা বেশি তাই পোস্ট অটো-এপ্রুভাল চালু করা রয়েছে অনেক মেম্বার রা বাজে পোষ্ট করে । এসব পোষ্ট দেখতে যদি কারো অসুবিধা হয় নিজ দায়িত্বে গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন । ৩) নিজের সেলফি বা সেলফি সহ এড মি পোস্ট করা থেকে বিরত থাকুন । লাইভ এর দায়িত্ব কতৃপক্ষ নেবেনা আপনার লাইভ শেষ হয়ে গেলে নিজ দায়িত্বে পোষ্ট টা ডিলেট করে দিবেন , মেম্বার রা বাজে কমেন্ট করলে এডমিন রা দায়ী থাকবেনা । (MUTE...