গ্রুপ এর নিয়মাবলী
ছেলে vs মেয়ে
প্রতিষ্ঠাতা : পিন্টু বর্মন
স্থান : রিষড়া,পশ্চিমবাংলা
তারিখ : রবিবার সন্ধ্যা ৭:৪৮ ১৮ অক্টোবর ২০১৫ সন
শর্তাবলী সমূহ
একবার যদি কাউকে #ব্যান করা হয় তাহলে তাকে আর আনব্যান করা হবেনা । যদি আপনি নিজের ভুল স্বীকার করে গ্রুপ এ আবার পুনরায় জয়েন হতে চান তাহলে আপনাকে 100 /- টাকা আর্থিক জরিমানা দিতে হবে । জরিমানার টাকা টা cvm ফান্ড এ জমা থাকবে এবং বছর শেষে টাকা গুলো পথশিশুদদের কল্যাণের কাজে ব্যয় করা হবে ।
যে কারনে আপনাকে গ্রুপ থেকে ব্লক করা হয়-
গ্রুপ এর নিয়মাবলী
১) পোষ্ট ভালো হোক বা মন্দ হোক এডমিন এর বিচার বিবেচনায় যেটা আসবে এডমিন সেটাই করবে ।
২) গ্রুপ এ সদস্য সংখ্যা বেশি তাই পোস্ট অটো-এপ্রুভাল চালু করা রয়েছে অনেক মেম্বার রা বাজে পোষ্ট করে । এসব পোষ্ট দেখতে যদি কারো অসুবিধা হয় নিজ দায়িত্বে গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন ।
৩) নিজের সেলফি বা সেলফি সহ এড মি পোস্ট করা থেকে বিরত থাকুন । লাইভ এর দায়িত্ব কতৃপক্ষ নেবেনা আপনার লাইভ শেষ হয়ে গেলে নিজ দায়িত্বে পোষ্ট টা ডিলেট করে দিবেন , মেম্বার রা বাজে কমেন্ট করলে এডমিন রা দায়ী থাকবেনা । (MUTE&POST DELETE)
৪) হাদিস বা ধর্মীয় গল্প বিহীন কোনো প্রকার ধর্মীয় পোষ্ট করবেন না যেমন - আমিন লিখুন , আমিন না লিখে যাবেন না , ৫ সেকেন্ড সময় থাকলে আল্লাহ লিখুন ইত্যাদি । (MUTE AND POST DELETE)
৫) কোনো প্রকার পেজ বা গ্রুপ বা ওয়েবসাইট এর লিংক পোষ্ট করবেন না । (BLOCK)
৬) সদস্যদের সাথে মত বিনিময়ের সময় মার্জিত ভাষায় কথা বলবেন । কোনো সদস্য কে ফেক বলবেন না এবং অপরিচিত কারো কাছে ইনবক্স করার দাবি বা মোবাইল নাম্বার চাইবেন না । (MUTE)
৭) যে কোনো প্রকার প্রতিযোগিতা মূলক পোস্ট করা থেকে বিরত থাকুন । যেমনঃ- মেসি vs নেইমার , মা কে লাইক দেও বাবা কে কমেন্ট দেও ইত্যাদি । (MUTE AND POST DELETE)
৮) নগ্ন ছবি বা নগ্ন ভিডিও পোস্ট করা থেকে বিরত থাকুন ! (BLOCK)
৯) নিয়ম অমান্য করেছে এরকম কোনো পোস্ট আপনার সামনে এলে রিপোর্ট টু এডমিন করুন ।
দেখে নিন কিভাবে বাজে পোষ্ট report to admin করে এডমিনদের কাজে সাহায্য করা যায় -
১০) মডারেটর হওয়ার জন্য গ্রুপ এর পেজ এ আবেদন জানাবেন এবং সাথে নিজের ছবি ও আইডি প্রুভ জমা রাখবেন ।
আপনাদের সুবিধার্থে ছেলে vs মেয়ে youtube চ্যানেল খোলা হয়েছে সবাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন - আমাকে ক্লিক করুন
ছেলে vs মেয়ে এখন পুরো বিশ্বের কাছে পরিচিত এবং তাদের সাথে পরিচয় করানোর চেষ্টায় নিয়োজিত আছি সামান্য় গুটি কয়েক মানুষ । নিদ্রাহীন পরিশ্রাম করে চেষ্টায় সফল হলেও পেতে হয়েছে অনেক অপবাদ । দিয়ে চলে যেতে হয়েছে অশ্রুসিক্ত চোখের জল । এমন কি আছে এই সামান্য গ্রুপে , যাকে বিদায় জানাতে গেলে চোখের জল অব্দি ঝড়ে পড়ে ? আমি সিমান্ত কালাম সিকদার । আদেশক্রমে এই গ্রুপের পরিচালক । 2013 সনের কোনো 1 সময়ে ছেলে vs মেয়ের সাথে আমি পরিচিত হই , গ্রুপের নিয়ম অমান্য করায় গ্রুপ থেকে বহিস্কার হতে হয় । খমাপ্রাপ্তি করে গ্রুপ এর এডমিন হওয়ার যোগ্যতা অর্জন করি . কাজ এর গতিধারায় মুগ্ধ হয়ে পিন্টু বর্মন আমাকে গ্রুপের দায়ভার তুলে দেন । হঠাত 1 দিন গ্রুপ টা চুরি হয়ে যায় . চোরের দাবি ছিলো 10 হাজার ভারতীয় মুদ্রা । গ্রুপ কে ভালোবাসি তাই যেকোনো মুল্যে গ্রুপ ফেরত নিতে রাজি ছিলাম , সেই মোতাবেক চোরের সাথে সওদা করে নিলাম । গ্রুপ টা পুনরায় চুরি হওয়ার ভয়ে আমরা নতুন গ্রুপ নির্মান করার সিদ্ধান্ত নেই । নির্মান এর দ্বায়ীত্ব দেওয়া হয় #সোমা মজুমদার কে . তার আইডি তে অসুবিধা থাকার কারনে তিনি সেই দ্বায়ীত্ব আমাকে দেয় । এখন সেই ছেলে vs মেয়ের সদস্য আপনারা । প্রেমঘটিত কলহের জেরে 6 মাস ফেসবুক থেকে বিদায় নিয়ে ছিলাম । পরবর্তিতে শোনা যায় আমার নামে অপবাদ রটানো হয়েছে আমি আগের গ্রুপ টা চুরি করেছি ? লড়াই করার পরেও মিথ্যা অপবাদ পুরোপুরি ঘোচাতে পারিনি । তবু দুর থেকে গ্রুপ টাকে ভালোবেসে গিয়েছি এবং ভবিষ্যতেও বেসে যাবো ।
মালিকপক্ষ
সবার প্রিয় cvm এর মালিক পক্ষের তালিকা
আজমল হক মুন্নাফ মন্ডল মোঃ আব্দুল বারি মোঃ ফিরোজ শাহ মোঃ মাসুদ রানা সুদীপ শুভ
ছেলে vs মেয়ে ফাউন্ডেশন
সমাজের দরিদ্র মানুষ এবং পথশিশুদের কল্যানের চেষ্টায় সিভিএম ফান্ড এর আয়োজন করা হয়েছে যেখানে সকল এডমিন দল মাসিক সামর্থ্য অনুযায়ী টাকা জমা দিয়ে উল্লেখযোগ্য ভুমিকা পালন করছে । আপনারা নিজেরা চাইলেও এই নং এ বিকাশ করে গরীব দুঃস্হ অসহায় মানুষদের পাশে দাড়াতে পারেন। সিভিএম ফান্ড এর কর্মসুচি : 1. টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত রোগীর সাহায্য করা । 2. বেকার মানুষ দের কর্মস্থান এর সুযোগ করে দেওয়া 3. গরীব ও অনাথ শিশুদের কে বাৎসরিক বস্ত্র বিতরন । ক্ষুদ্র ক্ষুদ্র বালু কনা বিন্দু বিন্দু জল . গড়ে তোলে মহাসাগর সমুদ্র অতল । তাই আসুন সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেই যার যতটুকু সামর্থ্য থাকবে ততটুকু আর্থিক সহযোগিতা করে ফান্ড এর সাথে যোগ দিন ।
বাংলাদেশি মেম্বরদের জন্য বিকাশ নাম্বার :01823749156(পার্সোনাল) রকেট নাম্বার :018237491566(পার্সোনাল)
ভারতীয় মেম্বারদের জন্য ব্যাংক একাউন্ট নাম্বার :STATE BANK OF INDIA
NAME : SHIMANTO KALAM SHIKDER A/C : 35175954902 IFSC : SBIN0001836
এডমিন প্যানেল
আমাদের পথ চলাটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ২ বছর আগে। আর আমরা আমাদের ছোট্ট পরিবারটাকে নিয়ে একটু করে আমরা এগোতে থাকলাম। আর আজ আমাদের এই ছোট্ট পরিবার কিন্তু মোটেই ছোট্ট নয়, আজ আমাদের পরিবারের অর্থাৎ এই গ্রুপের সদস্য সংখ্যা আপনাদের চোখের সামনেই আছে । আর এই সাফল্য আপনাদের অর্থাৎ মেম্বারদের সাহায্যের জন্যই এসেছে তাই সম্পূর্ণ এডমিন প্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থাকবেন,আমরাও আপনাদের গ্রুপে সুস্থ পরিবেশ দেবার চেষ্টা করবো। এটা শুধুমাত্র একটি গ্রুপ নয়, এটা আমাদের সকলের পরিবার,আসুন সবাই মিলে একটি শপথ নিই, আমরা আমাদের গ্রুপের পরিবেশ বজায় রাখবো এবং আপনারাও গ্রুপের নিয়মগুলো মেনে চলবেন।।।।। নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন বা ভালো রাখতে সাহায্য করুন। Happy Grouping
TIPS and TRICKS
নিউজফিড এ গ্রুপ এর পোষ্ট কিভাবে আনবেন ?
পোষ্ট এ লাইক কমেন্ট না পাওয়ার কারন-
কিভাবে ৬০ দিন এর আগে Profile এর নাম পরিবর্তন করবেন ?
কিভাবে ফেক আইডি কার্ড বানাবেন ?
গ্রুপ এর কিছু লাইভ ভিডিও
ফানি ভিডিও



Comments
Post a Comment